ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে জাবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিস্কা

জাবি সংবাদদাতা  

প্রকাশিত : ১৭:৫৪, ২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থার্টি ফার্স্ট নাইটে রাতভর এক অভিযানে জাবির ৯ শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৪ জন (৩ জন ছাত্র ও ১ জন ছাত্রী) শিক্ষার্থীর কাছে মাদক দ্রব্য পাওয়ায় তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিস্কার করা হয়েছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি)  রাত পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অধিকতর তদন্ত করার জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সুপারিশসহ ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং ও কৃষ্ণ চন্দ্র বর্মন,  তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫১ ব্যাচের মো. শিপন হোসেন ও সতীর্থ বিশ্বাস বাঁধন।

এর আগে গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১.০০টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পূর্বদিকে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রীর সাথে বহিরাগত ২ জন ছাত্রীর একটি গ্রুপ মাদক (অ্যালকোহল) পানরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়ে।  দ্বিতীয় আরেকটি গ্রুপ পূর্বে উল্লেখিত স্থানেই এক লিটার অ্যালকোহলসহ এই বিশ্ববিদ্যালয়ের ১ জন ছাত্র ও ১ জন ছাত্রীর সাথে বহিরাগত ৩ জন (২ জন ছাত্র ও ১ জন ছাত্রী) শিক্ষার্থীসহ প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়ে। প্রক্টরিয়াল টিমের সদস্যদের নিয়মিত টহলের সময় প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মাদকদ্রব্যসহ (অ্যালকোহল) তাদেরকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আটককৃতদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন এবং চারজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। 

আটককৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের প্রিয়ন্তি নাগ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থী থোয়াইনু প্রু এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা, উত্তরা ইউনিভার্সিটির আফরিন আশা এবং প্রাইম নার্সিং কলেজের মাসুই মারমা। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, প্রক্টরিয়াল টিম উভয় গ্রুপের শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করে এবং বহিরাগত শিক্ষার্থীদেরকে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। এছাড়া আমরা প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মাদক দ্রব্যসহ ধরা পড়া অন্য  শিক্ষা প্রতিষ্ঠানের বাকি ৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি